রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গণধর্ষণের হুমকির প্রতিবাদের ইবি ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

গণধর্ষণের হুমকির প্রতিবাদের ইবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ‘গণধর্ষণের’ হুমকির ঘটনাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা ও দেশব্যাপী শিবিরের নেতাকর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচির অংশ হিসেবে দুপুর দেড়টায় অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।


বিজ্ঞাপন


thumbnail_1000126636

সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবিব, রুকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, উল্লাস মাহমুদ, মুকতাদির রহমান, রুকনোজ্জামান, রাকিব হাসান সাক্ষর, রায়হান ইসলাম, মেহেদী হাসান, রিফাত, তৌহিদ, সাইফুল্লাহ, সাবিক, রিয়াজ, হাফিজ, আজহার, রিয়াদ, সাগর আলী, আলিনুরসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গণধর্ষণের হুমকির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

এসময় নেতাকর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘শিবিরের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘ধর্ষকদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার, ‘শিবিরের ধর্ষকেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেয়।


বিজ্ঞাপন


thumbnail_1000126638

মিছিল পরবর্তী সমাবেশে সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, পাঁচ আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পর কি এমন হলো একদিনে রাতারাতি সবাই ছাত্রশিবির হয়ে গেলেন। আপনারা বিগত ১৬ বছর ওই ফ্যাসিবাদের পক্ষে ছিলেন আর গনতন্ত্রবাদী মানুষের ওপর নির্যাতন ও ছাত্রীদের ওপর ধর্ষণ চালিয়েছেন। আপনারা সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে  ধষণের হুমকি দেন তখন আমাদের নিন্দা জ্ঞাপন করতে লজ্জা হয়।

thumbnail_1000126642

আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, এই স্বাধীন বাংলাদেশে আমরা আর একাত্তর চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি অতিদ্রুত এই ধর্ষণের হুমকিদাতাকে গ্রেফতার করতে হবে। ছাত্রশিবিরকে এই ধর্ষকের লালনপালন বন্ধ করতে হবে। ধর্ষণ, অস্ত্র ও হল দখলের রাজনীতি সারা বাংলাদেশে কোথাও চলতে পারবে না। ছাত্রশিবিরের নেতাদের আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের ছেলেদের থামান। আপনারা যেন ধর্ষণের পক্ষে কেউ অবস্থান নেবেন না। এছাড়া তিনি তার বক্তব্যে ইবি প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজিদের খুনিদের দ্রুত গ্রেফতার ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে শিক্ষার্থীদের হয়রানি নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে প্রশাসন ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

প্রতিনিধি/এসআএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর