জেলা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ০৮:৫৫ পিএম
দীর্ঘদিনের অবহেলা ও দুর্ভোগের প্রতিবাদ জানাতে মাগুরা শহরের প্রধান সড়কের পাশে জমে থাকা বৃষ্টির কাদা পানিতে ধানের চারা রোপণ করেছেন পৌরবাসী।
রোববার (৩১ আগস্ট) দুপুরে শহরের কলেজ রোডে ডিসি অফিসের দ্বিতীয় গেটের সামনে এমন অভিনব প্রতিবাদ করেন পথচারী ও পৌরবাসী।
স্থানীয়দের অভিযোগ, মাগুরা পৌরসভা জেলার একটি মাত্র ‘ক শ্রেণিভুক্ত’ পৌরসভা হলেও দীর্ঘ দিন সড়কের সংস্কার ও পানি নিষ্কাশনের পরিকল্পিত ড্রেন তৈরি না হওয়ায় জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে। প্রতিবার জাতীয় ও স্থানীয় নির্বাচনে জন প্রতিনিধিরা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও পরে আর কেউ তা বাস্তবায়ন করেননি। প্রতি বছর শত শত কোটি টাকার বাজেট ঘোষণা করা হলেও ড্রেন, রাস্তা সংস্কারের কোনো চিত্র চোখে পড়ে না।

কলেজ রোডের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, বর্ষায় সড়কটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। বড় বড় গর্ত, কাদা ও খানাখন্দে ভরা সড়ক দিয়ে কেবল ভ্যান, রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ঝুঁকি নিয়ে কোনোভাবে চলতে পারে। ড্রেন না থাকায় বৃষ্টির পানিতে হাঁটা কষ্টকর হয়ে ওঠে।
শহরের কলেজ পাড়ার বাসিন্দা মাহমুদ ফজল বলেন, শহরের কলেজ পাড়া, নতুন বাজার, কেন্দ্রীয় বাস টার্মিনাল, তাঁতি পাড়া, স্টেডিয়াম পাড়া, পুলিশ লাইন, নিজনান্দুয়ালী, পারন্দুয়ালী, খান পাড়ায় ড্রেন না থাকায় বৃষ্টি হলেই পানি জমে আর এতে দুর্ভোগে পড়েন পৌরবাসী।
ব্যবসায়ীরা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জমে থাকা পানি ও কাদায় দুর্ভোগ পোহান দোকানি ও ক্রেতারা। দোকানের সামনে পানি জমে থাকায় বিক্রি তেমন হয় না। ক্রেতা সমাগমও কম হয়। ফলে দিন দিন লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। অনেকেই দোকান ছেড়ে দেওয়ার কথা ভাবছেন।
মাগুরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আহসান বারি বলেন, দীর্ঘদিন ধরে মাগুরা শহরে পরিকল্পিত ড্রেন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পৌরবাসীর ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। নতুন করে কাজের জন্য প্রকল্প প্রেরণ করা হয়েছে। অনুমোদন হয়ে গেলে কাজ শুরু হবে। পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি।
প্রতিনিধি/এসএস