রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিদ্যালয়ের মালামাল নিয়ে গেলেন প্রতিষ্ঠাতার ছেলে!

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

বিদ্যালয়ের মালামাল নিয়ে গেলেন প্রতিষ্ঠাতার ছেলে!

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ২৬ নম্বর দোগল চিড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের টিন ও লোহার এ্যঙ্গেল শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার ছেলে জোরপূর্বক নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (২৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। রোববার (৩১ আগস্ট) দুপুরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ইয়াসমিন খানম এ ব্যাপারে সদর উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নীলফামারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রধান শিক্ষক মোসা. ইয়াসমিন খানম জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৃত মোতাহার হাওলাদারের ছেলে নুরুল ইসলাম জোরপূর্বক লোকজন নিয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের টিন ও লোহার এ্যঙ্গেল নিয়ে গেছে। আমি বাধা দিলে আমাকে বিভিন্ন রকমের হুমকি দেওয়া হয়। 

আরও পড়ুন: ডোপ টেস্টে পজিটিভ হলে চাকসুর প্রার্থিতা বাতিল

তবে অভিযোগ অস্বীকার করে নুরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের পুরাতন ভবনটি ২০১০ সালে নিলামে বিক্রি করা হয়েছে। এটা মাদরাসার ভবন, টিন ও এ্যঙ্গেল-এর মালিক আমি। 


বিজ্ঞাপন


এ বিষয়ে ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, ‘এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর