উপজেলা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ০৩:৪৯ পিএম
মিরসরাইয়ে একদিনের ব্যবধানে দু’টি ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় দু’জন গ্রেফতার হলেও এখনও পলাতক রয়েছেন এক যুবক। ঘটনা দু’টি ঘটেছে উপজেলার ইছাখালী ইউনিয়ন ও জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায়।
দুই ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীদের মেডিকেল পরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানোর হয়েছে৷
জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নিশান দাস নামে (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন৷
অন্যদিকে শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় রবি কোম্পানির সিম বিক্রয়কর্মী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সিএনজিচালক মো. আবদুল্লাহকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। সে ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার বাসিন্দা।
আরও পড়ুন
এ ঘটনায় আবদুল আজিজ (২৫) নামের এক যুবক পলাতক রয়েছে৷ অভিযুক্ত দু’জন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই৷ পরে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় মামলা দায়ের করেছেন৷
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম। তিনি বলেন, এক শিশু ও তরুণীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে৷ তরুণী ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে সিএনজিচালক মো. আবদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আবদুল আজিজ নামে একজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, গত ২৯ আগস্ট একটি শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত নিশান দাসকে গ্রেফতার করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হবে। ভুক্তভোগীদের মেডিকেল পরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানোর হয়েছে।
প্রতিনিধি/এসএস