images

সারাদেশ / শিক্ষা

জাকসু নির্বাচনে স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের ৮ সদস্যের প্যানেল 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩০ আগস্ট ২০২৫, ০৮:৪৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে "স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ" নামে আট সদস্যের প্যানেল ঘোষণা করেছে একদল স্বতন্ত্র প্রার্থী। 

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ প্যানেলের আহ্বায়ক সৈয়দা মেহের আফরোজ শাঁওলি এ প্যানেল ঘোষণা করেন।

আরও পড়ুন: ডোপ টেস্টে পজিটিভ হলে চাকসুর প্রার্থিতা বাতিল

প্যানেলটিতে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের মুখপাত্র মো. মাহফুজুল ইসলাম মেঘ। প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে কোনো প্রার্থী নেই।

যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে লড়বেন মো. নাজমুল ইসলাম। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাবি শাখার সাবেক যুগ্ম-আহবায়ক। জাকসুতে কাঙ্ক্ষিত পদ নিয়ে বনিবনা না হওয়ায় সংগঠনটি থেকে পদত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: রাকসুর মনোনয়নপত্র উত্তোলনের সময় ৫ দিন বাড়লো

এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে লড়বেন সৈয়দা মেহের আফরোজ শাঁওলি। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাহিদুল ইসলাম শিমুল নির্বাচন করবেন। সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করবেন নাট্যমের সভাপতি সাদিয়া রহমান মোহনা। সহ-সাংস্কৃতিক পদপ্রার্থী হয়েছেন শেখ আল ইমরান। তিনি জাহাঙ্গীরনগর থিয়েটারের অর্থ সম্পাদক। নাট্য সম্পাদক পদে লড়বেন জাহাঙ্গীরনগর থিয়েটারের সাংগঠনিক সম্পাদক তপু চন্দ্র দাস। পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে শাশ্বত পিকে নির্বাচন করবেন।

সহ-সভাপতি পদপ্রার্থী মো. মাহফুজুল ইসলাম মেঘ বলেন, আমাদের প্যানেলের মূল কথা হচ্ছে ন্যায্যতার হিস্যা। ন্যায্যতা বলতে কি, আমার বিশ্ববিদ্যালয়ে অনেক ফ্যাসিলিটি আছে, অনেক হল আছে, আবাসনের সুযোগ-সুবিধা আছে, খাবারের সুযোগ-সুবিধা আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে। কিন্তু, আদতে আমরা সেগুলোর কতটুকু পাই। একজন শিক্ষার্থী যখন এখানে ভর্তি হয়, সে জানে না যে ৫ বছর পর সে কোথায় যাবে। সে ক্লাসে যাচ্ছে, কিন্তু ৯টার সময় ক্লাস বলে সে ক্লাসে যাচ্ছে ১২টার সময়, এই যে তার ৩ ঘণ্টা লস, এই সমস্যাটা আমরা কমিয়ে আনতে চাই। যে সুবিধাগুলা এক্সিস্ট করে এবং যেগুলো ম্যান্ডেটরি সেই বিষয়গুলো নিয়েই আমরা ন্যায্যতার হিস্যাটা চাই। অলরেডি আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু সেই সুবিধাটা আমরা কেন পাচ্ছি না; আমরা এই জায়গাটা নিয়ে ফাইট দিতে চাই।

প্রতিনিধি/ এমইউ