images

সারাদেশ

ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৮ আগস্ট ২০২৫, ০৮:৩৫ এএম

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রাণীপুর ও পোড়াকান্দলিয়া ইউনিয়নের দুধনই গ্রামে এসব ঘটনা ঘটে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— উত্তর রাণীপুর গ্রামের মনির হোসেনের ছেলে তামিম (২) ও দুধনই গ্রামের হুমায়ূনের ছেলে হোসাইন (২)।

স্থানীয়রা জানায়, শিশু দুটির পরিবার অন্য কাজে ব্যস্ত থাকায় সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা শিশু দুটিকে পানিতে ভাসতে দেখে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/টিবি