রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামালপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর  
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ১০:২২ পিএম

শেয়ার করুন:

জামালপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জামালপুর সদরের ইটাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ইটাইল ইউনিয়নের দমদমা দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে এক নারী নিহত, আহত ৬ 

মারা যাওয়া শিশুরা হলো -  দমদমা দক্ষিণপাড়া গ্রামের মো. শরিফুল ইসলামের ছয় বছর বয়সী ছেলে মো. মুতাসির বিল্লা তৌকি এবং একই গ্রামের মো. আরিফুল ইসলামের ছয় বছর বয়সী ছেলে ছেলে মো. আরিউল্লা রাইয়ান।

মারা যাওয়া শিশুদের স্বজনরা জানান, প্রতিবেশী শিশু দু’টি তাদের নিজ বাড়ির সামনে পুকুরপাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা দু’জনেই পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং এক সময় পুকুরের পানিতে তাদের লাশ ভেসে থাকতে দেখে। পরে পরিবারের লোকজন তাদের মরদেহ উদ্ধার করে মুক্তাগাছা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাবেক স্ত্রীকে হত্যার পর বিষপানে যুবকের আত্মহত্যা


বিজ্ঞাপন


নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে মরদেহ।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর