জেলা প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ০৫:১৪ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় টিসিবির পণ্য নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শামছুল আকন্দ (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শালছুল আকন্দ ওই ইউনিয়নের সাপমারা গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই সময় পরিষদে টিসিবির পণ্য বিক্রি চলছিল। এ পণ্য কিনে শালছুল আকন্দ বাড়ি ফিরছিলেন। এরই মধ্যে চালবোঝাই একটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি প্রাথমিক জব্দ করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস