হবিগঞ্জ জেলার মাধবপুর পৌর এলাকা ও ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দু’টি দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে মাধবপুর পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোশারফ মিয়া (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। নিহত মোশারফ জেলার মাধবপুর উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের হরমুজ আলীর ছেলে এবং স্থানীয় বেকারির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, সে তার মামার মালিকানাধীন বেকারির ভ্যানে মালামাল গোছানোর সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যায়।
অপরদিকে, একই সময় উপজেলার শিবপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের সড়ক দুর্ঘটনায় নিহত হন মনির মোল্লা (৪০) নামে এক মসজিদের ইমাম। তিনি বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বেনু মিয়ার ছেলে।
জানা গেছে, কর্মস্থল সুন্দরপুর জামে মসজিদ থেকে বাইসাইকেলে নিজ বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

