জেলা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ১০:৩৩ পিএম
কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে আবারও দু’টি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির (এএ) সদস্যরা। এ নিয়ে গত চার দিনে পাঁচটি ট্রলারসহ ৪৬ জন জেলে অপহৃত হলেও তাদের উদ্ধার করা যায়নি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অপহৃত দুই মাঝি হলেন - আব্দুল হাফেজ ও মো. আমিন। তবে অন্য জেলেদের নাম-ঠিকানা জানা যায়নি।
আরও পড়ুন: উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে টেকনাফ ফেরার পথে মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া থেকে তাদের অপহরণ করে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি।
টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, ওই ট্রলারের মাঝি আব্দুল হাফেজের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, সাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের পূর্ব-দক্ষিণে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে তাদের ধাওয়া করে ধরে ফেলে। পরে আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন হাফেজ। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়’।
আরও পড়ুন: খুলনায় ২ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার
আবুল কালাম বলেন, ‘মাছ ধরতে যাওয়া আরও কয়েকটি ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ প্রান্তে চরের কারণে ট্রলারগুলো চলাচল করতে পারছে না। তাই ভাটায় জেলার মিয়ানমার সীমান্ত দিয়ে ফিরতে হচ্ছে ট্রলারগুলোকে। এ সুযোগে অপহরণের ঘটনা ঘটাচ্ছে আরাকান আর্মি’।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, প্রতিদিন আরাকান আর্মির সদস্যরা বঙ্গোপসাগর থেকে ফেরার পথে বাংলাদেশি ট্রলারসহ জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা রোধে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীগুলোর টহল জোরদারের ব্যবস্থা করা হচ্ছে।
প্রতিনিধি/ এমইউ