images

সারাদেশ

শিবচরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৫, ০৪:০১ পিএম

মাদারীপুরের শিবচরে দুই ইট ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৫ আগস্ট) রাতে ও মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শিবচর উপজেলার মাদবরচর হাট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত নুর ইসলাম উকিল মাদবরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাড়াকান্দি গ্রামের তোতা মিয়া উকিলের ছেলে এবং ফরিদ উকিল (৩৬) একই এলাকার বাচ্চু উকিলের ছেলে।

আরও পড়ুন: নীলফামারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১১টার দিকে মোটরসাইকেলযোগে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন ইট ব্যবসায়ী নুর ইসলাম উকিল। উপজেলার মাদবরচর হাট এলাকায় এলে মোটরসাইকেল গতিরোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় নুর ইসলামকে।

অপরদিকে মঙ্গলবার সকালে মাদবরচর ক্লাব এলাকায় ফরিদ উকিল নামে আরেক ব্যবসায়ীকে একা পেয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকেও কুপিয়ে জখম করা হয়। ফরিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে ভর্তি করেন ১০০ শয্যা বিশিষ্ট শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

আরও পড়ুন: মেডিকেল কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার

তাদের মধ্যে গুরুতর অবস্থায় ফরিদ উকিলকে পাঠানো হয় রাজধানীর ঢাকা মেডিকেলে। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটে বলে ধারণা ভুক্তভোগী ও স্থানীয়দের।

১০০ শয্যা বিশিষ্ট শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি একজন হাসপাতালে ভর্তি আছেন।’

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ‘পর পর দু’টি হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এখন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিনিধি/ এমইউ