images

সারাদেশ

কিশোরগঞ্জে ফজলুর রহমানকে প্রতীকী জুতাপেটা কর্মসূচি

জেলা প্রতিনিধি

২৪ আগস্ট ২০২৫, ১০:৪৯ পিএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে নিজ জেলা কিশোরগঞ্জে সাধারণ শিক্ষার্থীরা প্রতীকী গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের সাবেক নেতাসহ ছাত্র-জনতা।

thumbnail_1000068605

জানা গেছে, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান জামায়াতে ইসলামীকে ‘কালো শক্তি’ এবং তাদের সহযোগীদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দেন। একইসঙ্গে তিনি দাবি করেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পেছনে জামায়াত-শিবিরের ষড়যন্ত্র ছিল। তার এসব মন্তব্য স্থানীয় শিক্ষার্থী ও তরুণ সমাজকে ক্ষুব্ধ করে তোলে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির বিক্ষোভ, রুমিন সমর্থকদের সড়ক অবরোধ

কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থী খলিলুর রহমান বলেন, ফজলুর রহমানের বক্তব্য অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। তাকে শোকজ করা হয়েছে শুনেছি, আমরা তার বহিষ্কার দাবি করছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভুঁইয়া বলেন, এই ধরনের বক্তব্য শুধু বিভাজন তৈরি করে। ফজলুর রহমানকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি।

thumbnail_1000068613

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন, সাবেক সদস্যসচিব ফয়সাল প্রিন্স, সাবেক মুখপাত্র সাবিরুল হক তন্ময়, সাবেক যুগ্ম সদস্যসচিব শামসুর রহমান এবং ওয়ারিয়র্স অব জুলাইয়ের মুখপাত্র মানস সরকার উৎস।

আয়োজকরা জানান, ফজলুর রহমানের মন্তব্যে শুধু জামায়াত নয়, বিএনপির ভেতরেও অস্বস্তি তৈরি হয়েছে। তারা বলেন, দলের জাতীয় নেতাদের উচিত এমন মন্তব্যের দায়ভার নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া।

thumbnail_1000068606

কর্মসূচিতে প্রতীকীভাবে জুতাপেটা ও জুতা নিক্ষেপের মাধ্যমে বক্তারা ফজলুর রহমানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, দ্রুত ফজলুর রহমানকে বহিষ্কার না করা হলে প্রতিবাদ আরও তীব্র হবে।

প্রতিনিধি/এসএস