রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির বিক্ষোভ, রুমিন সমর্থকদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫, ১০:৪৩ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির বিক্ষোভ, রুমিন সমর্থকদের সড়ক অবরোধ

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

অন্যদিকে একই ঘটনার জেরে বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।


বিজ্ঞাপন


রোববার (২৪ আগস্ট) বিকেলে জেলা এনসিপির উদ্যোগে শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়।

এতে বক্তব্য দেন নবীনগর উপজেলার সমন্বয়ক আলমগীর হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করিম, আক্কাস মীর, শরিফ মামুন বাতেন, সাহিল আহমদ, শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, আসাদুজ্জামান খোকন, জয়ন্তী বিশ্বাস, খায়রুল ইসলাম, মুজিবুর রহমান ও ইঞ্জিনিয়ার ডামিল।

আরও পড়ুন

ইসিতে নিজ দলের কর্মীদের ধাক্কা খেয়ে রুমিন ফারহানার ‘আক্ষেপ’

বক্তারা অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা ও তার সহযোগীরা গণতন্ত্রের নামে সন্ত্রাসী কায়দায় মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছেন। নির্বাচন কমিশনের শুনানিস্থলকে রণক্ষেত্রে পরিণত করে তারা প্রমাণ করেছেন জনগণের রায়ের ওপর তাদের আস্থা নেই। বক্তারা আরও বলেন, অখণ্ড বিজয়নগর রক্ষা ব্রাহ্মণবাড়িয়াবাসীর ন্যায্য দাবি, যা কোনো দলীয় স্বার্থ নয় বরং জনস্বার্থ।


বিজ্ঞাপন


অন্যদিকে, বিকেলে আশুগঞ্জের শাহবাজপুর প্রথম গেইট এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন রুমিন ফারহানার সমর্থকেরা। এসময় তারা এনসিপি নেতা মো. আতাউল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, রোববার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে ধাক্কাধাক্কি ও কিল-ঘুষির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরেই ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর