জেলা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ০৫:৫৮ পিএম
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রংছাতি ইউনিয়নের নল্লাপাড়ার মো. আবু চান মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২১) ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে মো. পলাশ মিয়া (৩০) এবং কলমাকান্দা সদর ইউনিয়নের চারিকুম পাড়ার মো. জয়নাল মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (৩৫)।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস