জেলা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ০৫:২৬ এএম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার ও কুড়িগ্রামের চিলমারীর সংযোগ সড়কের তিস্তা নদীর ওপর নবনির্মিত মাওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোষ্টের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ লাখ ১০ টাকা মূল্যের তার চুরির অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ এই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পাথর লুটপাটের ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা
এর আগে শুক্রবার (২২ আগস্ট) রাতে দায়ের করা মামলাটির বাদী হয়েছেন সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম মিয়া।
তিনি বলেন, গত বুধবার (২০ আগস্ট) সেতুটি উদ্বোধনের পরের দিন রাতেই দুর্বৃত্তরা ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে। ফলে সেতুর আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ফুলগাজীতে ২ গ্রেনেড উদ্ধার
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, সেতুর তার চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।
গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার চক্রবর্তী জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর সেতুর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ