উপজেলা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম
ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে হত্যার পর বিষপানে এক যুবক আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটছে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) সকালে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিনা আক্তার পিংকী (২৫) স্থানীয় আনছার আলীর মেয়ে। তার সাবেক স্বামী বদির শেখ (২৮) একই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।
আরও পড়ুন: নীলফামারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধামরাই থানার পুলিশ ও স্থানীয়রা জানান, চার বছর আগে বদির শেখের সঙ্গে বিয়ে হয় সেলিনা আক্তারের। পারিবারিক কলহের কারণে চলতি বছরের এপ্রিল মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের সংসারে চার বছরের ছেলে রয়েছে।
বুধবার সকালে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় সাবেক স্ত্রী পিংকীর বাড়িতে যান বদির শেখ। সেখানে গিয়ে একপর্যায়ে তিনি সেলিনা আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। পরে বদির শেখ নিজেও বিষপান করেন। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বদির শেখকে ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বদির শেখ মারা যান।
আরও পড়ুন: প্রচণ্ড মাথাব্যথা সহ্য করতে না পেরে কৃষকের আত্মহত্যা
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পারিবারিক কলহের জেরে বদির তার সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর তিনি নিজে বিষপান করে আত্মহত্যা করেন। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
প্রতিনিধি/ এমইউ