উপজেলা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৫, ০৭:০৬ পিএম
মিরসরাইয়ে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের চাপায় শাহিন বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামুখী লেইনের বড় দারোগারহাট উত্তর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেঘনা নদীতে ডুবলো জাহাজ
তখন কাভার্ডভ্যানটি ওই নারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।
নিহত শাহিন বেগম চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার পালিছড়া গ্রামের মো. জাকির হোসেনের স্ত্রী। স্বামী ও সন্তানদের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে বড়দারোগারহাট ব্রিকফিল্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহীন বেগমের স্বামী উপজেলার বড় দারোগাহাট এলাকার একটি ইটভাটায় কাজ করেন। কাজের সূত্রে শাহীন বেগম পরিবার নিয়ে ওই এলাকাতেই বসবাস করতেন। মঙ্গলবার সকালে পারিবারিক কাজে বের হয়ে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন তিনি। এতে থেঁতলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কৃষিজমিতে ছিটকে পড়ে।
আরও পড়ুন: পঞ্চগড়ে রাতভর ভারী বৃষ্টিপাত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
নিহত শাহিন বেগমের স্বামী মো. জাকির হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো আজ সকালে আমার স্ত্রী পায়ে হেঁটে মহাসড়কের পূর্বপাশ দিয়ে বড়দারোগারহাট বাজারে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি একটি ওষুধ কোম্পানির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।’
কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করেছি। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশের কৃষিজমিতে পড়ে যায়। সেটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে চালক ও তার সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছে।’
প্রতিনিধি/ এমইউ