রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেঘনা নদীতে ডুবলো জাহাজ

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

মেঘনা নদীতে ডুবলো জাহাজ

চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ লাইটার জাহাজ ডুবে গেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এমভি চাঁদতারা-৮ নামক লাইটার জাহাজ নোঙর করা অবস্থায় তীব্র স্রোতের কারণে নোঙর ড্রাগিং করে এমভি জামান নামক অপর একটি জাহাজের ওপর পড়ে। এতে এমভি চাঁদতারা-৮ জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকতে থাকলে কর্তব্যরত মাস্টার জাহাজটিকে নদীর কিনারে নিয়ে যান। একপর্যায়ে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ জাহাজটি পুরোপুরি ডুবে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সব নাবিক নিরাপদে রয়েছেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে রাতভর ভারী বৃষ্টিপাত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ইব্রাহিমপুর এলাকার নৌকার মাঝি আব্দুল কাদের জানান, ভোরবেলায় এই ঘটনার পরে আমার নৌকা করে জাহাজের মাস্টারসহ আটজনকে পাড়ে নিয়ে আসি। তারা সকাল ৯টা পর্যন্ত নদীর পাড়ে থাকলেও পরে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়।

চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাহাজটির মাস্টারের ভুল ও অদক্ষতার কারণে এ ঘটনা ঘটে। জাহাজের মাস্টার তীব্র স্রোতের মধ্যে নোঙর ড্রাগিং করে যশোরের অভয়নগরের উদ্দেশ্যে চালু করেন। এ সময় অপর একটি জাহাজের ওপর পড়ে দুই জাহাজের সংঘর্ষ হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামী

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান বলেন, চাঁদপুর থেকে মার্কিং টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে নিমজ্জিত জাহাজটিকে শনাক্ত করেছে। জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে বলে জানা যায়। নিমজ্জিত জাহাজটি নৌ চ্যানেলের বাহিরে রয়েছে। জাহাজটিকে একটি জিআরপি বয়া দ্বারা চিহ্নিত করার কাজ চলছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর