images

সারাদেশ

সাদুল্লাপুরে মাটির নিচে মিলল গুলি-পিস্তল

জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৫, ০৫:০৪ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। নানা অঘটনের পর এবার মাটির নিচ থেকে একটি পিস্তলসহ চার রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। এর মধ্যে দু্ই রাউন্ড গুলির খোসা ছিল।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেটের একটি ঘরের পেছনে মাটির নিচ থেকে এসব গুলি ও পিস্তল জব্দ করা হয়।

আরও পড়ুন: হাতিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ১

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ প্রামানিক নামের এক যুবকের বিরুদ্ধে গত ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় মামলা হয়। বুধবার (১৯ আগস্ট) এই আসামি গাইবান্ধা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করা হয়। 

তখন কোর্ট হাজতে থাকাকালে কোর্ট পুলিশ পরিদর্শকের সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির সঙ্গে কথা বলেন। তার দেওয়া তথ্য অনুসারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সবুর অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দুই রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড খোসা গুলি ও একটি পিস্তল জব্দ করেন।

আরও পড়ুন: ২০ মামলার পলাতক আসামি ডাকাত জুয়েল গ্রেফতার

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, গুলি ও পিস্তল জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।

প্রতিনিধি/ এমইউ