রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাতিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, হাতিয়া 
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ১

নোয়াখালীর হাতিয়ায় ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড কার্তুজ, ২৯টি বোমা ও তিনটি দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে কাস্ট গার্ড। 

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। 


বিজ্ঞাপন


এক প্রেস রিলিজের মাধ্যমে তিনি বলেন, হাতিয়া উপজেলার বাংলাবাজার মাছ-ঘাটে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাতের (৪৫) মাছের আড়তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র রয়েছে - এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে গত মধ্যরাত থেকে আজ দুপুর ২টা পর্যন্ত বিসিজি স্টেশন হাতিয়া বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাতকে (৪৫) আটক করা হয়। 

আরও পড়ুন: ২০ মামলার পলাতক আসামি ডাকাত জুয়েল গ্রেফতার

পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী বাংলাবাজার মাছের আড়তের সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে তার মাছের আড়ত 'বিসমিল্লাহ মৎস্য আড়ত' তল্লাশি করে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড ফাঁকা কার্তুজ ও তিনটি দেশীয় অস্ত্র এবং ২৯টি বোমা জব্দ করা হয়। আটক ডাকাত মো. আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বাসিন্দা।

আরও পড়ুন: ট্রাভেল ব্যাগে পাওয়া যুবকের খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত


বিজ্ঞাপন


এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

এতে আরও বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর