জেলা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ১১:১৮ পিএম
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আউয়াল মিয়া (৩৭) গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে এ বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ।
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতা হাবিব গ্রেফতার
গ্রেফতার মো. আউয়াল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাঁও গ্রামের সামছু মিয়া ওরফে ছমছুর ছেলে।
পুলিশ সূত্র জানায়, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর সকাল পর্যন্ত পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ অভিযানে মো. আউয়াল মিয়া গ্রেফতার হন।
আরও পড়ুন: কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি
তিনি গত বছরের ১৭ সেপ্টেম্বর দায়েরকৃত ৪ নম্বর মামলার আসামি। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ