images

সারাদেশ

কু‌ড়িগ্রাম জেনারেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ওএস‌ডি

জেলা প্রতিনিধি

১২ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম

কু‌ড়িগ্রাম সদর জেনা‌রেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা. মো. শ‌হিদুল্লাহ‌কে ওএস‌ডি করা হ‌য়ে‌ছে। সেই স‌ঙ্গে স্বাস্থ‌্য অধিদপ্ত‌রের ওএসডি করা তত্ত্ববধায়ক ডা. নুর নেওয়াজ‌কে ওই পদে স্থলাভিষিক্ত করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করে।

আরও পড়ুন: নিকলীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

এর আগে গতকাল সোমবার (১১ আগস্ট) রাষ্ট্রপ‌তির আদেশক্রমে স্বাস্থ‌্য ও প‌রিবার কল‌্যাণ মন্ত্রণাল‌য়ের যুগ্ম স‌চিব সন‌জীদা শার‌মিন স্বাক্ষরিত এক প‌ত্রে এ আদেশ জা‌রি ক‌রেন।

পত্রে বলা হয়, ডা. মো. শ‌হিদুল্লাহ‌কে গাইবান্ধার ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১

আগামী ১৭ আগস্ট বদলিকৃত কর্মস্থ‌লে যোগদান না কর‌লে পরবর্তী কর্মস্থ‌লে তা‌কে ওই পদ থে‌কে অবমুক্ত করা হ‌বে।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, গত ২০২১ সা‌লে ডা. মো. শ‌হিদুল্লাহ‌ কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে তত্ত্বাবধায়‌কের দা‌য়িত্ব গ্রহণ ক‌রেন। এরপর থে‌কে নানা অনিয়ম আর দা‌য়িত্বে অব‌হেলার অভিযোগ উঠে তার বিরু‌দ্ধে। 

প্রতিনিধি/ এমইউ