খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) মিছিল বের করে মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। তখন আহত হন একজন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ফ্যাসিস্ট হাসিনার পতন দিবস উপলক্ষে খাগড়াছড়িতে ইউপিডিএফের আয়োজিত বিক্ষোভ সমাবেশে ঠ্যাঙাড়ে কর্তৃক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ইউপিডিএফের জেলা সংগঠক ও মুখপাত্র অংগ্য মারমা।
হামলার অভিযোগ অস্বীকার করে মূল ইউপিডিএফকে দায়ী করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা অমর জ্যোতি চাকমা বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচি চলাকালে তারা এসে অতর্কিতভাবে আমাদের ওপর ইট-পাথর মারে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, সকালে দুই পক্ষের প্রোগ্রাম চলাকালে হঠাৎ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
প্রতিনিধি/ এমইউ

