জেলা প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ০৭:০৩ পিএম
নেত্রকোনার আটপাড়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হাকিম মীর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার উপজেলার বামনদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম মীর উপজেলার বামনদী গ্রামের আলী আহমেদ মীরের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হাকিম মীর অটোরিকশা চালিয়ে জীবিকা চালাতেন। দুপুরে নিজের ঘরে অটোরিকশাটি চার্জে লাগান। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেন বলেন, হাসাপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় আব্দুল হাকিম মীরের।
মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বলেন, আমরা লাশের সুরতহাল সম্পন্ন করেছি। ঘটনাস্থল যেহেতু আটপাড়ায়, তাই সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে বার্তা পাঠানো হবে। পরে তাদের সঙ্গে কথা বলে লাশ আটপাড়ায় পাঠানো হবে।
প্রতিনিধি/এসএস