রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, বাসের জানালা দিয়ে টান মেরে মোবাইল ছিনতাইয়ের সময় তাকে গণপিটুনি দেওয়া হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বেলা এগারোটার দিকে স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও নীল শার্ট।


বিজ্ঞাপন


আরও পড়ুন

গাজীপুরে ব্রিজের খাদ থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক ব্যক্তি তার বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এসময় স্টেশন রোড এলাকায় পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারীদের একটি চক্র তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন বাসের জানালা দিয়ে টান মেরে ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করলে উপস্থিত উত্তেজিত জনতা  তাকে মারধর করে গুরুতর অবস্থায় পুলিশে সোপর্দ করে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে  চিকিৎসকরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ), মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ছিনতাইয়ের সময় এক যুবককে গণপিটুনি দেওয়া হয়। পরে হাসপাতালে মারা যান তিনি। মরদেহ শনাক্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর