জেলা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ১০:৫৩ পিএম
কুড়িগ্রামের উলিপুরে বিস্কুট দেওয়ার প্রলোভনে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছক্কু মিয়া (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: দৃষ্টি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
গ্রেফতার ছক্কু একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশী ছক্কু মিয়া তাকে বিস্কুট দেওয়ার প্রলোভনে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ