images

সারাদেশ

প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাঁশ দিয়ে বেড়া, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ

জেলা প্রতিনিধি

১০ আগস্ট ২০২৫, ০৪:১১ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে দেওয়ার জন্য মাঠের মাঝখানে বাঁশ দিয়ে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সিতু সাহার বিরুদ্ধে। 

রোববার ( ১০ আগস্ট) সকালে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক এ বেড়া দেন।

এই ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাকৃবির ২০ ভেড়ার মৃত্যু

স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক সিতু সাহা শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ বন্ধ করে দেওয়ার জন্য মাঠের মাঝখানে বাঁশ দিয়ে একটি বেড়া তৈরি করেছেন। এর ফলে শিক্ষার্থীরা আর মাঠে খেলাধুলা করতে পারছে না। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, "আমাদের ছেলে-মেয়েরা এই মাঠেই খেলাধুলা করে। কিন্তু এখন প্রধান শিক্ষক বাঁশ দিয়ে বেড়া দিয়েছেন, যাতে তারা খেলতে না পারে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"

আরও পড়ুন: মাদারীপুরে শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতিমুক্ত রাখার দাবিতে মানববন্ধন

এ বিষয়ে প্রধান শিক্ষক সিতু সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে তাহনান সুলতানার কাছে এই বিষয়ে কথা বললে তিনি জানান, আমি বিষয়টি মাত্র শুনেছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয় জনগণের দাবি, দ্রুত এই বেড়া সরিয়ে নেওয়া হোক এবং শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে খেলাধুলা করতে পারে - তার ব্যবস্থা করা হোক। 

প্রতিনিধি/ এমইউ