মাদারীপুরে শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতিমুক্ত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর-টেকেরহাটের ‘সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়’ কলেজ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ব্যানার-ফেস্টুন হাতে এতে অত্র কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাকৃবির ২০ ভেড়ার মৃত্যু
এ সময় বক্তারা বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় ‘সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়।’ এখান থেকে পড়ালেখা করে সাবেক শিক্ষার্থীরা সরকারি উচ্চ পর্যায়ে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে কলেজটিতে কোনো রাজনীতির চর্চা শুরু হয়নি। সম্প্রতি একটি রাজনৈতিক দল কলেজে কমিটি ঘোষণা দেয়। এতে কলেজের শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত ও শিক্ষার মান ক্ষুণ্ন হতে পারে। এরই প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন - কলেজের সাবেক শিক্ষার্থী ইব্রাহীম তালুকদার, মাসুম বিল্লাহ, বর্তমানে মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিয়া ইসলাম, আমির হোসেন, ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী মো. ইমনসহ অনেকে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

