জেলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৫, ০৪:১৭ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (এক প্রকার কীটনাশক) সেবন করে স্বামী-স্ত্রীর মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রংপুরে গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা: র্যাবের অভিযানে গ্রেফতার ১
নিহতরা হলেন — লক্ষ্মীপুর গ্রামের মানিক রায় (৪০) ও তার স্ত্রী সুবাসি রায় (৩৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত আনুমানিক ২টার দিকে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুন: নান্দাইলে তরুণের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
সেখানে কর্তব্যরত চিকিৎসক সুবাসি রায়কে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অবস্থায় মানিক রায়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত প্রায় ৩টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
প্রতিনিধি/ এমইউ