images

সারাদেশ

‘সাংবাদিকদের স্বাধীনতা না থাকলে, সেই সমাজে গণতন্ত্র নেই’

জেলা প্রতিনিধি

০৮ আগস্ট ২০২৫, ০৮:৪০ পিএম

আপিল বিভাগের আইনজীবী শিশির মনির বলেন, যে সমাজে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, সেই সমাজে গণতন্ত্র বলে কিছু নেই।’

শুক্রবার (০৮ আগস্ট) বিকেলে দিরাই উপজেলার শ্যামারচর বাজারে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মিছিল ও সমাবেশ 

তিনি বলেন, সাংবাদিকদের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে সমাজে সাংবাদিকদের স্বাধীনতা থাকবে না, সেই সমাজে গণতন্ত্র বলতে কিছু নেই। গণতন্ত্রের চতুর্থ পিলার (স্তম্ভ) বলা হয় সাংবাদিকতাকে। 

আরও পড়ুন: সিলেটে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৯

তিনি বলেন, সাংবাদিকতা যদি সৎ এবং ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজে গণতন্ত্র শক্তিশালী হবে। গাজীপুরে যে সাংবাদিককে হত্যা করা হয়েছে, তার বিষয়ে আমি ঢাকা গিয়ে খোঁজ নিবো। আমার পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার সুযোগ থাকে, অব্যশই আমি সেটা করব।

প্রতিনিধি/ এমইউ