জেলা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৫, ০৬:১৮ পিএম
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিনজন আসামি পালানোর চেষ্টা করেছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতার লাশ দেখতে গিয়ে গ্রেফতার শ্রমিক লীগ নেতা
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান কোনাবাড়ি থানায় মামলাটি দায়ের করেন।
জেল পালানোর চেষ্টা করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীরা হলেন - টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদাত হোসেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার মাঝিনা এলাকার শ্রী রনি মহন্ত ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু।
আরও পড়ুন: রামগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় অর্থদণ্ড
কাশিমপু হাইসিকিউরিটি কারাগারের জেলার আসাদুর রহমান জানান, জেল থেকে পলায়নের জন্য প্রস্তুতির সহায়ক উপরকরণ হিসেবে উদ্ধারকৃত মালামাল তাদের সংগ্রহে রেখেছিল। পরে এগুলো উদ্ধার করা হয়।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, হাইসিকিউরিটি কারাগারের জেলার তিনজন বন্দী পালানো সংক্রান্ত একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/ এমইউ