রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রামগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় অর্থদণ্ড

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি 
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

রামগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় অর্থদণ্ড

খাগড়াছড়ির রামগড় উপজেলার সুনাইপুল বাজারে জননী মেডিকেল হল নামক এক ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বন বিভাগের অভিযানে বান্দরবানে ২টি ধনেশ পাখি উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০, ২৩ এমনকি ২০১৮ সালেও মেয়াদোত্তীর্ণ হওয়া ওষুধ মজুত রাখা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ অপরাধে ফার্মেসির স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং সব মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে মজুদকৃত ৩৫ মেট্রিক টন সার জব্দ 

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, অভিযানে ফার্মেসিটির অনেক ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বলে দেখা যায়। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে চলবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর