images

সারাদেশ

চলন্ত অ্যাম্বুলেন্স ঢুকে পড়লো দোকানে, নিহত ১

জেলা প্রতিনিধি

০৭ আগস্ট ২০২৫, ০৯:৪০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি চলন্ত অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকেছে। এ সময় আরমান আলী (৩০) নামে এক পান দোকানি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) উপজেলার গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কের ফুটানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ময়মনসিংহে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিহত আরমান আলী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আজ ভোরে একটি চলন্ত অ্যাম্বুলেন্স রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটানি বাজারের সড়কের পাশের পান দোকানে ঢুকে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের চাপায় ওই দোকানের মালিক আরমান আলী গুরুতর আহত হন। 

আরও পড়ুন: গাজীপুরে ট্রাক চাপায় নারী নিহত

তখন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালানো হয়।

প্রতিনিধি/ এমইউ