জেলা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৫, ০৭:০৬ পিএম
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি এলাকা থেকে দু’টি বিলুপ্তপ্রায় রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে পাখিগুলো কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: বেওয়ারিশ কুকুরকে ফাঁস দিয়ে এবং পিটিয়ে মারল বখাটেরা
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেমাক্রি ইউনিয়নের এক পাহাড়ি ব্যক্তির বাড়িতে বিক্রির উদ্দেশ্যে আটক রাখা হয়েছিল পাখি দু’টি। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে।
উদ্ধার করা রাজ ধনেশ পাখি দু’টি আকারে অপেক্ষাকৃত ছোট। উদ্ধার শেষে থানচি থেকে পাখিগুলো বান্দরবান সদর বন বিভাগের কার্যালয়ে আনা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে বন বিভাগের তত্ত্বাবধানে সেগুলো ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়।
আরও পড়ুন: মৌলভীবাজারে সবুজ ফণীমনসা সাপ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, “উদ্ধারকৃত রাজ ধনেশ পাখিগুলো বর্তমানে ডুলাহাজারা সাফারি পার্কে রয়েছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, “বান্দরবানে চলমান সীমান্ত সড়ক নির্মাণের পাশাপাশি বন ও বন্যপ্রাণী রক্ষায় নতুন করে আরও চারটি বন অফিস স্থাপনের কাজ শুরু করা হবে। এতে করে সীমান্ত এলাকার বন ও বন্যপ্রাণী অনেকটাই সুরক্ষিত থাকবে।”
প্রতিনিধি/ এমইউ