জেলা প্রতিনিধি
০২ আগস্ট ২০২৫, ১০:০২ পিএম
জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা।
শনিবার (২ আগস্ট) বিকেলে পঞ্চগড়ের ব্যারিস্টার বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করে হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
পথসভায় বক্তব্য দেন- ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবুল বাশার বসুনিয়া, তোফায়েল প্রধান, জুলফিকার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, শহীদ আবু ছায়েদের ছেলে মামুন ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদ ইসলাম।
এসময় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের এক বছর হতে চললেও জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান কোনো বিচার দেখা যাচ্ছে না। অবিলম্বে হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবি জানান তারা। একইসঙ্গে জুলাই সনদ ঘোষণার দাবি করেন তারা।
প্রতিনিধি/এসএস