জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ১২:৫৮ পিএম
মাদারীপুরে এক সেতুর দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়নবাসী।
বুধবার (৩০ জুলাই) সকালে সদর উপজেলার উত্তর মহিষেরচর লঞ্চঘাট এলাকায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন পাঁচখোলা ইউনিয়নের দশটি গ্রামের সহস্রাধিক মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের দুইপাড়ে অবস্থিত পাঁচখোলা ইউনিয়ন। ইউনিয়নের একটি অংশ মাদারীপুর মূল শহরের মধ্যে পড়লেও ইউনিয়নের বড় একটি অংশ পড়েছে আড়িয়াল খাঁ নদের ওপারে। ফলে শহর থেকে খুব কাছাকাছি বসবাস করেও সাধারণ মানুষের যোগাযোগ ও শত শত শিক্ষার্থীদের যাতায়াতে জন্য ট্রলার কিংবা নৌকায় পাড়ি দিতে হয়। ঝড়ো বাতাস কিংবা বর্ষার দিনে চরম দুর্ভোগে পড়েন তারা। এতে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। চলমান এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সরকারের কাছে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন— মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল হাওলাদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা নিয়ামতউল্লাহ ও স্থানীয় সমাজসেবা টুকু গৌড়া, শাখাওয়াত আকন, সুরিত গৌড়াসহ অনেকেই।
প্রতিনিধি/টিবি