images

সারাদেশ

৫ আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকারকে জুলাই ঘোষণাপত্র দিতে হবে: নাহিদ

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৫, ০৮:৪২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৯০ এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো জনগণ ও ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছিল। জুলাই ঘোষণা পত্রের খসড়া এসেছে। আমরা বলেছি, এতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে।

তিনি বলেছেন, নির্বাচিত যেই সরকারে আসুক তাকে এই সংস্কার বাস্তবায়নে বাধ্যবাধকতা থাকবে। আমরা আশা করি, ৫ আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে জুলাই ঘোষণাপত্র দিবে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জেলা শহরের রাজবাড়ী সড়কে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনা সরকার সেনাবাহিনীকে রাজমিস্ত্রীতে পরিণত করেছিলেন। পুলিশকে রাজনৈতিক লাঠিয়ালে পরিণত করেছিলেন। এখন পুলিশ সংস্কার হচ্ছে যাতে কেউ পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে। সেনাবাহিনীকে আধুনিক করতে নানা উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

আরও পড়ুন

নতুন সংবিধানের জন্য দরকার গণপরিষদ নির্বাচন: নাহিদ

শ্রীপুরে আয়োজিত পদযাত্রায় নাহিদ ইসলাম বলেন, আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করব। মুজিববাদকে আমরা বিচারের আওতায় আনব।

এনসিপির সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, এনসিপির নেতা এম এম সোহাইব, অ্যাডভোকেট আলী নাসের খান, নাহিদা সারওয়ার নিভা।

GAZiPUR--(বাংলাদেশের_প্রত্যেকটি_ইঞ্চি_মাটি_থেকে_আমরা_মুজিববাদ_বিতাড়িত_করবো-নাহিদ_ইসলাম)_(1)

এসময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের একটি নতুন বাংলাদেশ হিসেবে লড়াই চলমান আছে। আজকেও দেখেছেন গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে মহড়া দেওয়ার চেষ্টা করছে। ভয় দেখিয়ে নাগরিক পার্টি জাতীয় গণঅভ্যুত্থানের শক্তিকে তারা রুখে দিবে। গোপালগঞ্জেও আমাদেরকে বাঁধা দিয়ে রাখা যায়নি। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা গাজীপুরের মাটিতেও এসেছি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, যাব। আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করব। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনব।

জাতীয় নাগরিক পার্টির সঙ্গে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সঙ্গে থাকবেন। তাদের জন্য দোয়া প্রার্থনা করেন।

আরও পড়ুন

‘৫৪ বছর ধরে একজন ব্যক্তিকে শুধু পূজা করা হয়েছে’

পদযাত্রায় এসময় উপস্থিত ছিলেন- যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোযারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ প্রমুখ।

আয়োজকরা বলেন, বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/এসএস