জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আজকের এই সমাবেশ থেকে আমরা মওলানা ভাসানীকে স্মরণ করতে চাই। আপনারা জানেন যে মওলানা ভাসানীকে তেমন স্মরণ করা হয় না। গত ৫৪ বছরে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে, কিন্তু মওলানা ভাসানী না থাকলে কখনও শেখ মুজিব বিখ্যাত হতেন না।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রায় টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে টাঙ্গাইল জেলা এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ওই সময় সারজিস আলম বলেছে, শেরে বাংলা এ কে ফজলুল হক-ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ, যারা এই মহান বাংলাদেশের স্থপতি; তাদেরকে রেখে শুধু একজনকে জাতির পিতা ঘোষণা দেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, গত ৫৪ বছরে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে, কিন্তু মওলানা ভাসানী না থাকলে কখনও শেখ মুজিব বিখ্যাত হতেন না। ৬৯-এর আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন ভাসানী। তিনি ছিলেন এ আন্দোলনের নেপথ্যের পুরুষ।
এ সময় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ

