images

সারাদেশ

ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল নারীর

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৫, ১২:৫৬ পিএম

গাজীপুরের ভূরুলিয়া এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-রাজশাহী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভূরুলিয়া সেতুর পাশে রেললাইনে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারী। এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাইয়ুম জানিয়েছেন, ভূরুলিয়া রেললাইনে এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি