গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নামা এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি)সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় সনাক্তসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এইচই

