উপজেলা প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ০৭:৪১ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬ বোতল বিদেশি মদসহ আব্দুল কাইয়ুম (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে বারইয়ারহাট পৌরসভার পূর্ব হিঙ্গুলীর অলংকার রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রোববার (২৭ জুলাই) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার আব্দুল কাইয়ুম ফেনী জেলার ছাইগলনাইয়া থানার ৯ নম্বর শুভপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চম্পকনগর গ্রামের সওদাগর বাড়ির মৃত হাফেজ আহমদের ছেলে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার পূর্ব হিঙ্গুলীর অলংকার রেস্টুরেন্টের সামনে থেকে আব্দুল কাইয়ুমকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ১২ বোতল ভদকা ও ৪ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। এসব বোতলে ১২ লিটার বিদেশি মদ ছিল। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস