জেলা প্রতিনিধি
২৫ জুলাই ২০২৫, ০৯:৪১ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে মকশবিলে নৌকা উল্টে তিনজন নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মো, শিমুল হোসেন, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ও ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে মুহাম্মদ ইব্রাহীম হোসেন ।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সুরিচালা থেকে মকশবিলে পিকনিকের নৌকা নিয়ে ঘুরতে যান ৫ বন্ধু। এক পর্যায়ে তাদের বহনকারী নৌকাটি প্রচণ্ড বাতাসে উল্টে গেলে পানিতে পড়ে যান তারা। এসময় দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত সাঁতরে তীরে উঠতে পারলেও অপর তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। নিখোঁজ এবং উদ্ধার হওয়া পাঁচজনই চলতি বছর এসএসসি পাস করেছে।
আরও পড়ুন
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, শুক্রবার বিকেলে মকশবিলে নৌকা উল্টে তিনজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। রাত ৯টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, নৌকা ডুবে তিনজন নিখোঁজ রয়েছে। ডুবুরি দল তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিনিধি/এসএস