ভোলা সদর ও চরফ্যাশনের মেঘনা নদীতে দু'টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই দুই ট্রলারে থাকা ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ও দুপুরে চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের পূর্ব ঢালচর এলাকার মেঘনা নদীতে এ দু'টি ট্রলারডুবির ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঢালচর এলাকার ইব্রাহিম মাঝি জানান, শুক্রবার সকালে জাফর মাঝি তার ট্রলারে ছয়জন মাঝিমাল্লা নিয়ে মাছ শিকার করতে নদীতে যান। পরে দুপুরে জাল টানার সময় ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা সব জেলে নদীতে ভাসতে থাকেন। পরে তাদের থেকে কিছুটা দূরে জাফর মাঝির অপর একটি ট্রলার জেলেদের ভাসতে দেখে এগিয়ে এসে তাদের সবাইকে জীবিত উদ্ধার করেন।
তিনি আরও জানান, সকালে নদী কিছুটা শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের তীব্রতা বাড়তে থাকে। সেই সঙ্গে বৃষ্টি আর বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল। নদী বেশ উত্তাল থাকায় ট্রলার নিয়ে নদীতে যাওয়া বিপজ্জনক।
এছাড়াও সকাল ১১টার দিকে মাছ শিকার শেষে তীরে ফেরার সময় ভোলার ইলিশা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ছয় জেলেসহ একটি ট্রলার ডুবে যায়। তাৎক্ষণিক পাশের একটি ট্রলার ছুটে গিয়ে সবাইকে জীবিত উদ্ধার করে।
ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পূর্ব ঢালচরের চর কুকরি-মুকরির নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুকল্যাণ বিশ্বাস জানান, দুপুরে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ওই ট্রলারে থাকা ছয় জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।
প্রতিনিধি/ এমইউ

