images

সারাদেশ

মাদরাসার পাশের ঝোপে মিলল অটোরিকশা চালকের মরদেহ

জেলা প্রতিনিধি

২১ জুলাই ২০২৫, ০৭:২৫ এএম

গাজীপুরের কালীগঞ্জে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) বিকেলে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মূলগাঁও মাদরাসার পাশে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন কালীগঞ্জ পৌরসভার চৈতারপাড়া গ্রামের মৃত তাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল শনিবার (১৯ জুলাই) সন্ধ্যার পর থেকে আনোয়ার হোসেনের মোবাইল ফোন বন্ধ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার বিকেলে মূলগাঁও মাদরাসার কাছে এক ঝোপের মধ্যে স্থানীয়রা আনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি