রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভোগাই নদী থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০৮:৫০ এএম

শেয়ার করুন:

ভোগাই নদী থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের তিন দিন পর ভোগাই নদী থেকে হুমায়ুন মিয়া (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর কয়েক ঘণ্টা আগে একই নদী থে‌কে অটোরিকশাটি উদ্ধার করা হয়।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যার আগ মুহূর্তে পৌর শহরের আমবাগান মহল্লার ভোগাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন।

 হুমায়ুন পাশের নকলা উপজেলার দুকুরিয়া গড়েরগাঁও গ্রামের ফুল মাহমুদের ছেলে।

এর আগে দুপুরে আড়াইআনী বাজার ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হুমায়ুন তার অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। রোববার দুপুরে তার স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। সোমবার সকালে ভোগাই নদীর আড়াইআনী বাজার চেয়ারম্যানবাড়ি ঘাটে একটি অটোরিকশা ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।


বিজ্ঞাপন


নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল রেহান চৌধুরী বলেন, অটোরিকশাটি উদ্ধারের পর চালকের খোঁজ করতে থাকি। বিকেল সাড়ে ৫টার দিকে নদীর ভাটির দিকে আমবাগান এলাকায় এক মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে আমরা সেটি উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, নদ থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর