জেলা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ০৯:১৭ পিএম
রাজশাহীর বাঘায় পদ্মা নদীর চরাঞ্চলে তালা ভেঙে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা ও মনিটরসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে।
_20250715_211738680.jpg)
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার চরাঞ্চল পলাশী ফতেপুর নতুন বাজারে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৫ জুলাই) বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সেলিম সরকারের কসমেটিকস, বিকাশ ও ইলেট্রনিক্স, আব্দুল মালেক সরকারের সারের দোকান, আব্দুস সামাদের চায়ের দোকান, মহিদুল ইসলামের ভুট্টার গোডাউন, আবু বক্করের কাপড়ের দোকানে গভীর রাতে এসব চুরি হয়। এরমধ্যে সেলিম সরকারের নগদ ১০ হাজার টাকাসহ দেড় লাখ টাকা, আব্দুস সামাদের ৯০ হাজার টাকা দামের দুইটা মনিটর ও আবু বক্করের ৬০ হাজার টাকা মিলে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়। অপর দুই দোকানে তালা ভাঙলেও কোনো মালামাল চুরি হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী সেলিম সরকার বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
![]()
এ বিষয়ে ব্যবসায়ী মহিদুল ইসলাম বলেন, বিরামহীন বৃষ্টির কারণে রাত ৯টার দিকে দোকান বন্ধ করে আমরা বাড়ি চলে যাই। ভোরে বাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে আসা মুসল্লিরা কয়েকটি দোকানের অর্ধেক সাটার খোলা দেখে সংবাদ দেন। পরে দোকানে এসে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকা দেখি। এ সময় নগদ টাকাসহ মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হই। আবু বক্কর সিদ্দিক বলেন, বাজারটি নতুন হওয়ায় এখনও কোনো নৈশ প্রহরী নিযুক্ত করা হয়নি। এ সুযোগে চুরি করে আমাদের লোকসান করে দেওয়া হলো। আমরা চোরদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানাচ্ছি।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে চুরির সাথে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস