ভোলায় একটি সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি ও একটি ওয়ান স্যুটার পিস্তল এবং ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৮।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে উপজেলার বাপ্তা ইউনিয়নের হাজিরহাট এলাকার একটি সুপারি বাগান থেকে এসব উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বিকেলে র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে ভোলা শহরের বাপ্তা ইউনিয়নের হাজির হাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি ও একটি ওয়ান স্যুটার পিস্তল এবং ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে পাওয়া যায়নি।
পরে উদ্ধার করা পিস্তলসহ ও অন্যান্য সরঞ্জাম ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

