images

সারাদেশ

পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে পঞ্চগড়ে আইনজীবীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি

১৫ জুলাই ২০২৫, ০৮:১৮ পিএম

আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় গঠনের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় পঞ্চগড় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জেলা আইনজীবী সমিতি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আদম সুফি, গভার্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাড. এম এ আব্দুল বারী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মির্জা আমিরুল ইসলাম, অ্যাড. গোলাম হাফিজ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. ইয়াসিনুল হক দুলাল, অ্যাড. মেহেদী হাসান মিলনসহ অন্যান্য সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা।

thumbnail_IMG20250715102455_01

বক্তারা বলেন, একটি কার্যকর, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে হলে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করে একটি স্বাধীন সচিবালয়ের অধীনে নিয়ে আসা জরুরি। তারা অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সরকার বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, যা বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা ও জনগণের মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করেছে।

আরও পড়ুন

ফেনীতে ৫৫ সংগঠনের মানববন্ধন, সেনাবাহিনী দিয়ে বাঁধ নির্মাণের দাবি

তারা আরও বলেন, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টসহ সব বিচারিক প্রতিষ্ঠানকে প্রশাসনিকভাবে পরিচালনা করার জন্য পৃথক সচিবালয় না থাকায় বিচারকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন না। এই পরিস্থিতিতে বিচার বিভাগের ওপর প্রশাসনের প্রভাব পড়ছে এবং এতে করে ন্যায়বিচার ব্যাহত হচ্ছে।

বক্তারা জোর দিয়ে বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনে বিচার বিভাগ থাকায় বিচার বিভাগ কার্যকরভাবে স্বাধীনতা পাচ্ছে না। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ রোধে দ্রুত পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন করতে হবে।

পঞ্চগড়ের আইনজীবীরা দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনার আলোকে বিচার বিভাগকে আলাদা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং তাদের দাবি আদায়ে দেশব্যাপী আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রতিনিধি/এসএস