মুহুরি, কহুয়া ও সিলোনীয়া নদী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ফেনীর পরশুরামে ৫৫টি স্বেচ্ছাসেবী সংগঠন যৌথ মানববন্ধন করেছে। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণসহ ৫ দফা দাবি জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা গেটের সামনে পরশুরামের সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত ও সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ইমাম হোসেন সজীবের সভাপতিত্বে মানববন্ধনে বন্যায় ক্ষতিগ্রস্তরাসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন
![]()
সম্প্রতি মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙনে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ৩১টি স্থানের বেড়িবাঁধ ভেঙে যায়। বন্যার পানিতে ৩০টিরও বেশি গ্রাম প্লাবিত হয় ও লক্ষাধিক মানুষ পানিপন্দি হয়ে পড়ে। ২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে মানুষ।
![]()
মানববন্ধনে বক্তারা ফেনী জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলীকে অপসারণ ও শাস্তি প্রদান, স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প একনেকে পাশ করে বাস্তবায়নের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব প্রদান, প্রতিমাসে ফেনী পাউবো প্রকাশ্যে গণশুনানির মাধ্যমে জনগণকে বাঁধ নির্মাণ ও সংরক্ষণের তথ্য জানানো, বন্যার জন্য দায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট ঠিকাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনা ও নতুন টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি বাঁধ সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
বিজ্ঞাপন
![]()
মানববন্ধনে বক্তব্য দেন, পশ্চিম অলকায় মুহুরি নদীর বেড়িবাঁধ ভাঙনে ঘর হারা মাসুম চৌধুরী, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, স্বেচ্ছাসেবী সংগঠক শাসুল আলম শাকিল, মো মোস্তফা, কাজী ইউছুফ বাপ্পি, হাকিম আলী জয়, চৌধুরী রাকিব, এনামুল করিম আজাদ, মাওলানা মোহাম্মদ আবু তাহের ভূঞা, মো নাঈম, মো. ইউনুছ, শাহিদুল আফসার, আবদুল কাদের, আবু হানিফ হেলাল প্রমুখ।
প্রতিনিধি/এসএস

