images

সারাদেশ

চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দিদের টাইলস ফিটিংস প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি

১৩ জুলাই ২০২৫, ০৪:৫৭ পিএম

বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা কারাগারে শুরু হয়েছে টাইলস ফিটিংস প্রশিক্ষণ কার্যক্রম।

রোববার (১৩ জুলাই) কারাগারের নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় চালু হওয়া এ প্রশিক্ষণের মাধ্যমে বন্দিরা হাতে-কলমে একটি নতুন পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

1000038090

প্রশিক্ষণের অংশ হিসেবে ইতোমধ্যেই বন্দিরা কারাগারের তিনটি পানির হাউজে টাইলস বসানোর কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। এতে তাদের ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

ধনু নদে যৌথ অভিযান, অবৈধ ড্রেজার জব্দ

প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সহকারী কমিশনার ও জেল সুপার (অতিরিক্ত দায়িত্বে) সামিউল আজম, জেলার ফখর উদ্দিনসহ কারাগারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার ফখর উদ্দিন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বন্দিরা একটি পেশাগত দক্ষতা অর্জন করছেন, যা তাদের আত্মনির্ভরশীল হয়ে সমাজে পুনর্বাসনের পথকে সহজ করবে।

1000038088

চুয়াডাঙ্গা জেলা কারাগারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও কয়েকটি কারিগরি প্রশিক্ষণ চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে বন্দিরা সমাজে ফিরে গিয়ে একটি সম্মানজনক জীবনে ফিরে আসতে পারেন।

প্রতিনিধি/এসএস